ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের উদ্যোগ, পুতিন-জেলেনস্কিকে একই টেবিলে বসানোর পরিকল্পনা

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের উদ্যোগ, পুতিন-জেলেনস্কিকে একই টেবিলে বসানোর পরিকল্পনা

ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে দিনভর একাধিক দফায় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের আয়োজনের উদ্যোগ নিয়েছেন।

জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার সময়ই ট্রাম্প টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। ক্রেমলিনের তথ্য অনুযায়ী, দুই দেশের নেতার মধ্যে প্রায় ৪০ মিনিট আলাপ হয়। ট্রাম্প নিজেও ট্রুথ সোশ্যালে এক পোস্টে পুতিনের সঙ্গে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক হয়। আর সোমবার ওয়াশিংটনে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুট।