বিশ্বজোড়া খ্যাতি পাওয়া মার্কিন বিচারক প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫ বিশ্বজোড়া খ্যাতি পাওয়া মার্কিন বিচারক ফ্র্যাংক ক্যাপ্রিও অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে ৮৮ বছর বয়সে মারা গেছেন। মানবিক রায় দেওয়ার জন্যই তিনি পরিচিত ছিলেন ‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে। রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী প্রভিডেন্সের সাবেক এই বিচারকের মৃত্যুর খবর জানানো হয়েছে তার অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে বলা হয়, দীর্ঘ ও সাহসী সংগ্রামের পর তিনি শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিবৃতিতে আরও জানানো হয়, সহানুভূতি, বিনয় এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাসের কারণে বিচারক ক্যাপ্রিও লাখো মানুষের হৃদয় জয় করেছিলেন। তার আন্তরিকতা, রসবোধ ও মমত্ববোধ তাকে করে তুলেছিল অমলিন। তিনি শুধু একজন শ্রদ্ধেয় বিচারকই নন, ছিলেন নিবেদিতপ্রাণ স্বামী, পিতা, দাদা, প্রপিতামহ ও বন্ধু। অসংখ্য মানবিক কাজ রেখে গেছেন তিনি, যা আজও মানুষকে অনুপ্রাণিত করছে। টেলিভিশন শো Caught in Providence–এর মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। আদালতে তার মানবিকতা ও সহমর্মিতা বিশ্বজুড়ে আলোচিত হয়। অনুষ্ঠানটি প্রথম প্রচারিত হয় ২০০০ সালে এবং চারবার ডে-টাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করে। গত ফেব্রুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাপ্রিও বলেছিলেন, সহমর্মিতা ও সমবেদনার শিক্ষা তিনি পেয়েছিলেন নিজের বেড়ে ওঠা ও পারিবারিক অভিজ্ঞতা থেকে। তার বাবা-মা ইতালি থেকে এসেছিলেন এবং সবসময় প্রতিবেশীদের খোঁজখবর নিতেন, সাহায্য করতেন—এসবই তাকে প্রভাবিত করেছে। এনবিসি বস্টনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, “কখনো কখনো শুধু কারও কাঁধে হাত রেখে বলা যে তুমি তার ওপর বিশ্বাস রাখো—এটাই একজন মানুষের জীবন পাল্টে দিতে পারে।” ১৯৩৬ সালের ২৩ নভেম্বর জন্ম নেওয়া ক্যাপ্রিও প্রায় ৫০ বছর প্রভিডেন্স পৌর আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিচারপতির দায়িত্ব নেওয়ার আগে তিনি শিক্ষকতা করতেন এবং রাতে আইনশাস্ত্র অধ্যয়ন করতেন। ২০২৩ সালের ডিসেম্বরে নিজের জন্মদিনের কিছু পরেই তিনি ভিডিও বার্তায় জানান, তিনি অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং মানুষের কাছে দোয়া চান। শেষ জীবনে তিনি স্ত্রী জয়েস ক্যাপ্রিও, পাঁচ সন্তান, সাত নাতি–নাতনি এবং দুই প্রপৌত্রকে রেখে গেছেন। পোস্ট ভিউ : ১৯৪ SHARES আন্তর্জাতিক বিষয়: