মির্জা ফখরুল জানালেন, আইনি জটিলতা কেটে গেলে দেশে ফিরবেন তারেক রহমান

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ধরনের আইনি ঝামেলা সমাধান হলে দেশে ফিরবেন। তিনি এ কথা নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা শীর্ষক সংবাদপত্র ‘ঠিকানা’-এ দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন।

সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে আলাপচারিতায় তারেকের দেশে ফেরার বিষয়ে প্রশ্ন তুললে মির্জা ফখরুল বলেন, তারেক তখনই দেশে আসবেন যখন তাঁর সকল আইনসংক্রান্ত সমস্যা মিটে যাবে এবং দল মনে করবে রাজনৈতিকভাবে তাঁর আগমন উপযুক্ত সময়। এখনও কিছু আইনি জটিলতা রয়েছে, তাই পার্টির সম্মতি মতোই এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হলে তাঁকে আমন্ত্রণ জানানো হবে।

জামায়াত সম্পর্কে প্রশ্নে তিনি বলেন, রাজনীতিতে সব সময় চূড়ান্ত কিছু বলা যায় না; প্রত্যেক দলের নিজস্ব নীতি ও দৃষ্টিভঙ্গি থাকে এবং সময়ের সঙ্গে সম্পর্ক বদলাতে পারে। বিএনপি ও জামায়াতের সম্পর্ক খারাপ নয়—প্রতিটি দলের সঙ্গে থাকা উচিত সম্পর্কটা যতটুকু প্রয়োজন সেইটুকুই আছে।

আওয়ামী লীগ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, তারা নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলেছে এবং দলটির চরিত্র বদলে ফ্যাসিস্ট স্বভাব তৈরি হয়েছে। সাধারণ মানুষ তাদের প্রতি আস্থা হারিয়েছে। যারা গণহত্যা বা প্রতিষ্ঠান ধ্বংসের সঙ্গে জড়িত—তাদের বিরুদ্ধে কড়াকড়িভাবে বিচার হওয়া উচিত। তবে এসব বিচার আইনের মাধ্যমে এবং প্রতিষ্ঠিত বিধি-বিধানের মধ্যে থেকেই সম্পন্ন করা উচিত। তিনি জোর দিয়ে বলেন যে বিএনপি কোনো রাজনৈতিক দল নিশ্চিহ্ন করার পক্ষে নয়, কিন্তু যেসব দল গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট তাদের আইনের আওতায় আনতে হবে।