বিভিন্ন প্যানেল থেকে প্রার্থীরা জয়ী হয়েছেন। বড় পদগুলো যেমন ভিপি, জিএস, এজিএসসহ অন্যান্য পদে ভিন্ন ভিন্ন প্রার্থীরা জয় লাভ করেছেন।

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

ডাকসু নির্বাচনের ফলাফলে দেখা গেছে, সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতেই জয় পেয়েছেন ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাকি তিনটি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদক (এজিএস)সহ ডাকসুর মোট পদ ২৮টি, এর মধ্যে সদস্যপদ রয়েছে ১৩টি।

ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের জয়ী পদ

  • সহসভাপতি (ভিপি) — আবু সাদিক কায়েম
  • সাধারণ সম্পাদক (জিএস) — এস এম ফরহাদ
  • সহসাধারণ সম্পাদক (এজিএস) — মুহা মহিউদ্দীন খান
  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক — ফাতেমা তাসনিম জুমা
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক — ইকবাল হায়দার
  • কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক — উম্মে ছালমা
  • আন্তর্জাতিক সম্পাদক — জসীমউদ্দিন খান
  • ক্রীড়া সম্পাদক — আরমান হোসেন
  • ছাত্র পরিবহন সম্পাদক — আসিফ আব্দুল্লাহ
  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক — মাজহারুল ইসলাম
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক — এম এম আল মিনহাজ
  • মানবাধিকার ও আইন সম্পাদক — মো. জাকারিয়া

স্বতন্ত্র প্রার্থীদের জয়ী পদ

  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক — মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক — সানজিদা আহমেদ তন্বি
  • সমাজসেবা সম্পাদক — যুবাইর বিন নেছারী

সদস্যপদে ফলাফল (১৩টি আসন)

  • শিবির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন ১১টি আসনে:
    সাবিকুন নাহার তামান্না, সর্ব মিত্র চাকমা, আফসানা আক্তার, রায়হান উদ্দীন, তাজিনুর রহমান, ইমরান হোসাইন, মিফতাহুল হোসাইন আল-মারুফ, মো. রাইসুল ইসলাম, শাহীনুর রহমান, আনাস ইবনে মুনির, মো. বেলাল হোসেন অপু।
  • বামপন্থী প্যানেল থেকে: হেমা চাকমা (প্রতিরোধ পর্ষদ)।
  • স্বতন্ত্র প্রার্থী: উম্মা উসওয়াতুন রাফিয়া।

সার্বিকভাবে দেখা যাচ্ছে, সম্পাদকীয় পদে এবং সদস্যপদে শিবির-সমর্থিত প্যানেলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।