বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে।

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জকরিয়া।