গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে এবং দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে নরসিংদী প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম। এসময় বক্তব্য দেন সাবেক সভাপতি নিবারণ রায়, সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ ও সদস্য মনজিল এ মিল্লাতসহ অনেকে। মানববন্ধনে নরসিংদী প্রেস ক্লাবের সদস্য ছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। পোস্ট ভিউ : ৯৪ SHARES আইন আদালত বিষয়: