ধাওয়া-বৃষ্টি পরে ঢাকা শহরের বায়ুমণ্ডল “ভালো” মানে উন্নতি প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫ বিগত কয়েকদিনের অব্যাহত দূষণের পর, শুক্রবার ভোরে ঢাকায় হওয়া প্রবল বৃষ্টি শহরের বায়ুমণ্ডলের মানে দৃশ্যমান উন্নতি এনেছে।বাংলাদেশ পরিবেশ অধিদফতরের তথ্য অনুযায়ী, বৃষ্টির পর রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) নেমে এসেছে ৫০–এর ঘরে, যা “Good” ক্যাটাগরিতে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বৃষ্টিপাত ধুলিকণা, ধোঁয়া ও ক্ষুদ্র দূষণকণাগুলোকে বাতাস থেকে ধুয়ে ফেলতে সাহায্য করে। তবে তারা সতর্ক করেছেন, শিল্প-কলকারখানা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজ চলতে থাকলে এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না। পরিবেশবিদের মন্তব্য: “বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক এয়ার পিউরিফায়ার,” বলেন পরিবেশবিদ ড. মাহবুব হোসেন। “তবে টেকসই উন্নতির জন্য সরকার ও নাগরিকদের যৌথ পদক্ষেপ জরুরি।” ছবি: প্রতীকী আপডেটের জন্য ভিজিট করুন: SONGBAD99.com পোস্ট ভিউ : ১১৯ SHARES জাতীয় বিষয়: