বসুন্ধরায় গোপন ছাত্রলীগ বৈঠক মেজর সাদিকুলের স্ত্রী জাফরিনের স্বীকারোক্তি! Sujan Sujan Mahmud প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫ রাজধানীর বসুন্ধরা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত গোপন ছাত্রলীগ বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে আটক মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই জবানবন্দি প্রদান করেন। আদালতের নির্দেশে পরবর্তীতে তাঁকে কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, সুমাইয়া জাফরিন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে আঞ্চলিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তবে ৮ জুলাই অনুষ্ঠিত উক্ত বৈঠকে তাঁর সরাসরি উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ৩০০ থেকে ৪০০ জন ছাত্রলীগ নেতাকর্মীর উপস্থিতিতে ওই বৈঠকে সিসিটিভি ডিভিআরের সংযোগ বিচ্ছিন্ন করে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয় বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, সুমাইয়া জাফরিন ও তাঁর স্বামী মেজর সাদিকুল ঢাকা শহরের বিভিন্ন এলাকায়—যেমন মিরপুর, কাঁটাবন ও পূর্বাচল—ছাত্রলীগের গোপন কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। এ কার্যক্রমে ডাটা এন্ট্রি, সিগন্যাল এবং হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হতো। তবে তাঁর আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার মক্কেল নির্দোষ এবং তাঁকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হয়েছে।” প্রসঙ্গত, ৩১ জুলাই সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে মেজর সাদিকুলের সেনা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। আইএসপিআর জানায়, ১৭ জুলাই রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে বৈঠকে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পোস্ট ভিউ : ১৪৪ SHARES আইন আদালত বিষয়: