চট্টগ্রামে NCP নেতা নিজাম উদ্দিনের ‘পাঁচ লাখ’ কেলেঙ্কারি! ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকার চাঁদা চাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিও ছড়িয়ে পড়ায় জানা যায়, ওই নিজাম উদ্দিন নামের যুগ্ম সমন্বয়কারী বলেন, “তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না” — ইঙ্গিত করেন একটি আন্দোলন বন্ধে আর্থিক অনুরোধ

এর আগে গত ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তাঁর স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজাম উদ্দিন। নিজাম তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন। অভিযোগের পর তাঁর পদও স্থগিত করা হয়। পরে তাঁকে পদ ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দিলে, সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম অভিযোগ করেন, এটি “ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।” তিনি আরও বলেছেন—“সাইফপাওয়ার টেক প্রতিবাদ দমনের জন্য এই সবের ব্যবহারে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন”— এটি কোনো সাধারণ দুর্নীতি নয়, বরং আস্থা ঠকানো কাজ

নিজাম উদ্দিন বিষয়টি “পুরনো ভিডিও” ও “রাজনৈতিক প্রপাগান্ডা” হিসেবে উড়িয়ে দেন। তবে দলের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক জানিয়েছেন, অভিযোগ ওঠার পর তদন্ত শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী ব্যাখ্যা নেওয়া হবে