মির্জা ফখরুল – যারা পিআর চায়, তারা জানেই না পিআর কী। প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৫ মির্জা ফখরুল – যারা পিআর চায়, তারা জানেই না পিআর কী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আনুপাতিক নির্বাচন কী—এটা সাধারণ মানুষই বোঝে না। দেশে এখন এক ধরনের জগাখিচুড়ি পরিস্থিতি চলছে। এর মধ্যে কিছু রাজনৈতিক দল আবার পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে।” জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত “জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “অনেকে পিআর বা জনসংযোগ পদ্ধতি বোঝেই না। তবে জনগণের আস্থা ফেরাতে সততা অপরিহার্য।” তিনি বলেন, জাতি এক কঠিন সময় অতিক্রম করছে এবং আমরা গণতান্ত্রিক উত্তরণের অপেক্ষায় আছি। এমন একটি রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে, যা সত্যিকারের জনকল্যাণ নিশ্চিত করবে। ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে বিচারব্যবস্থা, আইন, স্বাস্থ্যসহ প্রতিটি খাত ধ্বংস করে দিয়েছে এবং ভিন্নমত দমন করতে রাজনৈতিক কাঠামো পর্যন্ত ভেঙে দিয়েছে। সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া ২০১৬ সালে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছিলেন এবং তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন—যা বাস্তবায়ন করলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। তবে তিনি সতর্ক করে বলেন, “সংস্কার একদিনে সম্ভব নয়; এটি প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হয়। প্রশাসন ও আমলাতন্ত্রে এমন কাঠামো তৈরি করতে হবে যাতে ঘুষ বা দুর্নীতি স্বয়ংক্রিয়ভাবে কমে আসে।” তিনি আরও যোগ করেন, জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হলে জনগণের প্রতিনিধি দরকার, আর সেটা সম্ভব নির্বাচনের মাধ্যমেই। তাই বিএনপি নির্বাচনের দাবি তোলে। সবশেষে তিনি বলেন, “সততা ছাড়া বিএনপি জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আজকাল যেসব দুর্নীতির খবর শোনা যায়, তা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নীতির সঙ্গে যায় না। তাই দলের নেতাকর্মীদের আগে নিজের সততার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।” পোস্ট ভিউ : ৩১৫ SHARES রাজনীতি বিষয়: