আওয়ামী লীগের মতো যেন আমাদের আচরণ না হয়: ড. মঈন খান প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫ অনলাইন ডেস্ক : দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে দলের কাজকর্ম যেন আওয়ামী লীগের মতো না হয় সেই আহ্বানও জানান তিনি। শনিবার রাজশাহীর ভূবন মোহন পার্কে মহানগর বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ড. মঈন খান বলেন, “সংস্কার ও বিচার— দুটোই চলমান প্রক্রিয়া। তাই আগে সংস্কার পরে নির্বাচন এই অজুহাত জনগণ আর মেনে নেবে না।” তিনি বলেন, দেশের মানুষ এখন ভোটাধিকার ফেরত চায়, আর এ দায়িত্ব সরকারকেই নিতে হবে। বিএনপির শৃঙ্খলার বিষয়ে মঈন খান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন দিয়ে সততার আদর্শ রেখে গেছেন। আমরা যদি শৃঙ্খলা ও মূল্যবোধ ধরে না রাখি, তবে সেই আদর্শ ধরে রাখা যাবে না।” আওয়ামী লীগ সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগ একটি পথভ্রষ্ট রাজনৈতিক দল। তারা যা করেছে, তার জন্য কখনও জাতির কাছে ক্ষমাও চায়নি। আমাদের আচরণ যেন তাদের মতো না হয়— আমরা মানুষের জন্য কাজ করব, আর মানুষ আমাদের প্রতিদান দেবে।” বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “যত ষড়যন্ত্রই হোক না কেন, মানুষের আস্থা আমাদের ওপর আছে। সেই আস্থা ষড়যন্ত্র করে নষ্ট করা যাবে না।” পোস্ট ভিউ : ১৮০ SHARES রাজনীতি বিষয়: