ইউএস ওপেনে প্রাইজমানিতে রেকর্ড, চ্যাম্পিয়ন পাবেন ৬১ কোটি টাকা প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫ আগামী ২৪ আগস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপেন টেনিসে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানি ঘোষণা করেছে আয়োজকরা। পুরুষ ও নারী একক চ্যাম্পিয়নরা প্রথমবারের মতো পাবেন ৫০ লাখ মার্কিন ডলার করে। ২০২৫ ইউএস ওপেন টেনিসে প্রাইজমানিতে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। এ বছর পুরুষ একক ও নারী একক চ্যাম্পিয়ন প্রত্যেকে ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ৬০ কোটি ৮২ লাখ টাকা) পুরস্কার হিসেবে পাবেন। গ্র্যান্ড স্লাম টেনিস ইতিহাসে এর আগে কখনো এত বেশি অর্থ একক চ্যাম্পিয়নদের দেওয়া হয়নি। শুধু চ্যাম্পিয়ন নয়, বাড়ানো হয়েছে প্রতিটি রাউন্ডের পুরস্কারও। এবারের ইউএস ওপেনের মোট প্রাইজমানি ধরা হয়েছে ৯ কোটি মার্কিন ডলার (প্রায় ৬ কোটি ৭৪ লাখ পাউন্ড), যা গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। ২০২৪ সালে এই অঙ্ক ছিল সাড়ে ৭ কোটি মার্কিন ডলার। গত বছর একক চ্যাম্পিয়নরা পেয়েছিলেন ৩৬ লাখ ডলার বা ২৮ লাখ পাউন্ড করে। তুলনায় এ বছর পুরস্কার উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিবিসি জানিয়েছে, প্রাইজমানির দিক থেকে ইউএস ওপেন এবার উইম্বলডনকেও ছাড়িয়ে যাবে। এ বছর উইম্বলডনের মোট পুরস্কার ছিল ৫.৩৫ কোটি পাউন্ড এবং চ্যাম্পিয়নরা পেয়েছিলেন ৩০ লাখ পাউন্ড, যা ইউএস ওপেনে হতে যাচ্ছে ৩৭ লাখ পাউন্ড সমপরিমাণ। প্রথম রাউন্ড থেকেই খেলোয়াড়রা বেশি পুরস্কার পাবেন। এবারের ইউএস ওপেনে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া খেলোয়াড়দের পুরস্কার ১ লাখ ১০ হাজার ডলার, যা গতবারের তুলনায় ১০ শতাংশ বেশি। এছাড়া পুরুষ ও নারী দ্বৈতের মোট পুরস্কার ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭.৮০ লাখ মার্কিন ডলার। আয়োজক কমিটি জানিয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ দ্বৈত, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত—তিন বিভাগেই বিজয়ী দলগুলো ১০ লাখ মার্কিন ডলার করে পুরস্কার পাবে। ২০২৫ ইউএস ওপেন শুরু হবে ২৪ আগস্ট এবং ফাইনালসহ প্রতিযোগিতা শেষ হবে ৭ সেপ্টেম্বর। পোস্ট ভিউ : ২৪৪ SHARES খেলাধুলা বিষয়: