বুদাপেস্টে ডুপ্লান্টিসের নতুন বিশ্ব রেকর্ড, তিনতলা বাড়ির সমান উচ্চতায় লাফ! প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫ সুইডিশ তারকা আরমান্দ ‘মোন্দো’ ডুপ্লান্টিস আবারও পোল ভল্টে বিশ্ব রেকর্ড ভেঙেছেন। বুদাপেস্ট মিটে দ্বিতীয় প্রচেষ্টায় ৬.২৯ মিটার উচ্চতা অতিক্রম করে তিনি ভাঙলেন গত জুনে স্টকহোমে গড়া নিজের রেকর্ড (৬.২৮ মিটার)। মাত্র এক সেন্টিমিটার ব্যবধানে গড়া এই নতুন রেকর্ডটি ডুপ্লান্টিসের ক্যারিয়ারের ১৩তম বিশ্ব রেকর্ড ভাঙা। চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো নতুন রেকর্ড গড়লেন ২৫ বছর বয়সী এই অ্যাথলেট। এর আগে ফেব্রুয়ারিতে ফ্রান্সের ক্লেরমন্ট–ফেরান্ডে তিনি ৬.২৭ মিটার লাফিয়ে রেকর্ড করেন। বুদাপেস্টের ঐতিহাসিক লাফের সময় তার পা ও পেট বারের সঙ্গে ছুঁলেও নিয়ম অনুযায়ী তা বৈধ ছিল। পোল ভল্টের ইতিহাসে প্রথম ৬ মিটার অতিক্রম করেছিলেন ইউক্রেনের কিংবদন্তি সের্গেই বুবকা, ১৯৮৫ সালের ১৩ জুলাই। এরপর থেকে এই ইভেন্টে ২৬ বার বিশ্ব রেকর্ড ভাঙা হয়েছে—বুবকা ১২ বার, রেঁনাদ লাভিলেনি একবার এবং ডুপ্লান্টিস এখন পর্যন্ত ১৩ বার। ২০২০ সালে ৬.১৭ মিটার লাফিয়ে প্রথম বিশ্ব রেকর্ড ভাঙেন ডুপ্লান্টিস। প্রশ্ন উঠেছে—তিনি সর্বোচ্চ কত দূর যেতে পারেন? ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন বুবকা ২০১২ সালে বলেছিলেন, সঠিক কৌশলে ৬.৩০, এমনকি ৬.৫০ মিটার পর্যন্ত লাফানো সম্ভব। ডুপ্লান্টিসের বাবা গ্রেগ ডুপ্লান্টিসও পোল ভল্টার ছিলেন এবং বিশ্বাস করেন, তার ছেলে এখনও নিজের সেরা পর্যায়ে পৌঁছাননি; তার মতে, ৬.৪০ মিটার সম্ভব। সুইডিশ অলিম্পিক কমিটি এআই প্রযুক্তি ব্যবহার করে ডুপ্লান্টিসের পারফরম্যান্স বিশ্লেষণ করেছে। সেই মডেলের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৩ সালে বয়স ৩৩ হলে ডুপ্লান্টিস ৬.৫১ মিটার উচ্চতা লাফিয়ে নতুন ইতিহাস গড়তে পারেন। পোস্ট ভিউ : ২৭৩ SHARES অন্যান্য বিষয়: