১০৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের মেয়েদের জাতীয় ফুটবল দল

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫

গত জুনে মিয়ানমার সফরের আগে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে ছিল বাংলাদেশ। সেখানে ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে হারানোর পর ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় পিটার বাটলারের দল। সেই ঐতিহাসিক জয়েরই পুরস্কার মিলেছে এবার র‍্যাঙ্কিংয়ে।

এর আগে নারী ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ১০০ নম্বর স্থানে উঠেছিল বাংলাদেশ, ২০১৩ এবং ২০১৭ সালে

নারী ফুটবলের এই র‍্যাঙ্কিংয়ে এক থেকে তিন নম্বর স্থানেও পরিবর্তন এসেছে৷ দ্বিতীয় অবস্থান থেকে শীর্ষে উঠেছে কিছুদিন আগে ইউরোয় রানার্সআপ হওয়া স্পেন। যুক্তরাষ্ট্র শীর্ষস্থান থেকে নেমে গেছে দুইয়ে। তিন ধাপ এগিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে সুইডেন। আর কোপা আমেরিকাজয়ী ব্রাজিল চার থেকে সাতে নেমে গেছে। আর্জেন্টিনার মেয়েরা র‍্যাঙ্কিংয়ে ৩০তম।