ঐতিহাসিক অর্জন: U-20 নারী ফুটবলের মাধ্যমে বাংলাদেশের প্রথম এশিয়ান কাপ যোগ্যতা প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫ চমকপ্রদ একটি কীর্তি গড়ল বাংলাদেশের U-20 নারী ফুটবল দল। “ঋতুপর্ণাদের পথ ধরে” দেশ ইতিহাস রচনায় সফল হলো, যখন চীনের কাছে লেবাননকে ৮–০ গোলে হারিয়ে, তারা সেরা তিন রানার্স-আপের মধ্যে একটি নির্বাচিত হয়ে প্রথমবারের মত U-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারে চীনের কাছে লেবানন ৮-০ গোলে হেরে যাওয়ায় সেরা তিন রানার্সআপের একটি হয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।দক্ষিণ কোরিয়ার কাছে আজ ৬-১ গোলে হারার পর এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার অপেক্ষা বাড়ে বাংলাদেশের। পোস্ট ভিউ : ২৩৯ SHARES খেলাধুলা বিষয়: