কোভিডের সময়কার ভিন্ন স্বাদের গল্পে জয়া আহসান Sujan Sujan Mahmud প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫ করোনার সময়কার প্রেক্ষাপটে তৈরি পিপলু আর খানের সিনেমা জয়া আর শারমিন—যেখানে দুই নারীর জীবনের গল্পে উঠে এসেছে এক অদ্ভুত সম্পর্কের চিত্র। আর্থসামাজিকভাবে একে অপরের থেকে ভিন্ন দুই নারী মহামারির সময় একই ঘরে বন্দি হয়ে পড়েন। সিনেমায় জয়া আহসান নিজের চরিত্রে একা থাকেন, তবে পর্দার সেই জয়া বাস্তব জীবনের জয়াকে কতটা মিলে—সে রহস্য এখনও উন্মোচিত হয়নি। গত মে মাসে মুক্তির পর সিনেমাটিতে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়, যা ছিল কেবল শুরু। থ্রিলার, ড্রামা ও সাহিত্যনির্ভর গল্পে নতুনভাবে হাজির হওয়া জয়ার পরপরই জুনের শুরুতে আসে দ্বিগুণ চমক। ঈদে মুক্তি পায় রায়হান রাফীর তাণ্ডব এবং তানিম নূরের উৎসব। তাণ্ডব-এ প্রায় এক দশক পর শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করেন জয়া। সাংবাদিক সায়রার চরিত্রে তাঁর উপস্থিতি ছিল শক্তিশালী—অসহায় ও সাহসী দুই দিকই সমান দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। নায়িকা না হয়েও তিনি ছবিতে এনেছেন বিশেষ মাত্রা। অন্যদিকে উৎসব-এ জয়া হাজির হয়েছেন ভূতের চরিত্রে। স্বল্প সময়ের উপস্থিতিতেও অভিনয়ে রেখেছেন নিজের স্বাক্ষর। এমনকি নিজেকে নিয়ে পর্দায় রসিকতাও করেছেন, যা দর্শকের কাছে ছিল আনন্দের। প্রথম সারির অভিনেত্রী হয়েও অপ্রচলিত চরিত্রে অভিনয়ের ঝুঁকি নেওয়ায় তাঁকে আলাদা প্রশংসা দিতেই হয়। পোস্ট ভিউ : ১৯১ SHARES করোনাভাইরাস বিষয়: