৮০% দগ্ধ শরীরেও শিক্ষার্থীদের বাঁচাতে সাহসী শিক্ষক মেহরীন প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫ সংবাদ৯৯.কম ৮০% দগ্ধ শরীরেও শিক্ষার্থীদের বাঁচাতে সাহসী শিক্ষক মেহরীন ২১ জুলাই ২০২৫ উত্তরায় মাইলস্টোন স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিক্ষিকা মেহরীন দেখিয়েছেন অভাবনীয় সাহস ও আত্মত্যাগ। আগুন যখন পুরো স্কুলজুড়ে ছড়িয়ে পড়ে, তখন অনেকেই নিরাপদ আশ্রয়ে ছুটলেও শিক্ষিকা মেহরীন ছুটে যান আগুনের মধ্যে আটকে থাকা শিক্ষার্থীদের দিকে। সংবাদ৯৯.কম এর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও দোয়া: সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন মহলে তাকে “আত্মত্যাগের প্রতীক” হিসেবে ঘোষণা করা হচ্ছে। সকলেই তার সুস্থতা কামনায় প্রার্থনায় মগ্ন। শিক্ষিকা মেহরীন অগ্নিকাণ্ডে ৮০ শতাংশ দগ্ধ অবস্থায়ও ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করেছিলেন। তার এই বীরত্বপূর্ণ কাজের পর তিনি ঢাকা সিএমএইচ-এ লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই ২০২৫ তারিখে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রত্যক্ষদর্শীরা জানান, “তিনি শুধু একজন শিক্ষকই নন, একজন সত্যিকারের নায়িকা।” শেষ কথা: একজন শিক্ষক শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান দেন না, কখনো কখনো জীবন দিয়ে শেখান মানবতা কী। #HeroTeacher #PrayForMeherin #SchoolFire #CourageAndSacrifice পোস্ট ভিউ : ২১৪ SHARES অর্থনীতি বিষয়: